images

আন্তর্জাতিক

রাশিয়ান হীরা নিষিদ্ধ করবে ৭টি শক্তিশালী দেশ

আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম

রাশিয়ান হীরা নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে সাতটি শক্তিশালী দেশ। এ দেশগুলো জি-৭ সংস্থার আওতাভুক্ত। ওই দেশগুলো হচ্ছে, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র।

বেলজিয়ামের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, জি-৭ জোটভুক্ত দেশগুলো আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে রাশিয়ান হীরার ওপর নিষেধাজ্ঞার ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ‘তেল সরবরাহ কমানোর বিষয়ে সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের কথা হয়েছে’

এছাড়া বেলজিয়াম সরকার রুক্ষ হীরা খুঁজে বের করার এবং তা পালিশ করার একটি পরিকল্পনা প্রস্তাব করেছে। যার ফলে হীরাগুলো মূল্যবান রত্নে পরিণত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, জি-৭ জোটভুক্ত দেশগুলো এত দিন এ পণ্যে মান নিয়ে ভেবেছে। তবে এখন থেকে তারা হীরার উৎপাদন ও উৎস সম্পর্কিত সকল তথ্য জানার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

আরও পড়ুন: রাশিয়া ও সৌদি আরবের কারণেই কী জ্বালানি তেলের দাম বাড়ছে?

তবে এত তথ্য দেওয়া ব্যবসায়ী এবং নির্মাতাদের ওপর একটি বিশাল বোঝার মতো। তাপরও ভারত এসব হীরার উৎপাদন ও উৎস সম্পর্কিত সকল তথ্য দিচ্ছে।

বর্তমানে একবার রাশিয়ান হীরা দেশটির বাইরে কাটাই এবং পালিশ করা হলে, সেগুলোকে রূপান্তরিত দেশ থেকে উদ্ভূত বলে মনে করা হয়।

সূত্র : আল-জাজিরা

এমইউ