images

আন্তর্জাতিক

ইউক্রেনের রাজধানী ও ওডেসায় ভয়াবহ রুশ হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৫ পিএম

ইউক্রেনের রাজধানী ও ওডেসা অঞ্চলে ভয়াবহ রুশ হামলা হয়েছে। এ সময় ওডেসায় রাশিয়ান ড্রোন হামলায় একজন নিহত হন। এছাড়া রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে ইউক্রেনীয় সেনারা।

এ বিষয়ে ইউক্রেনের সরকার জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওডেসা অঞ্চলের একটি বন্দর জেলায় রাশিয়ার ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছে।

আরও পড়ুন: রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে খাদ্য, জ্বালানি ও রোহিঙ্গা নিয়ে

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী বলছে, তারা রাজধানী কিয়েভে নিক্ষেপ করা অসংখ্য রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

সেখানকার আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে বলেছেন, ওডেসার ইজমাইল জেলায় রাতের সময় রুশ আক্রমণ তিন ঘন্টা স্থায়ী হয়েছিল।

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে একদিনের যুদ্ধের খরচ ১০০ মিলিয়ন ডলার: রেজনিকভ

কিপার বলেন, দুর্ভাগ্যবশত, একজন ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তি একজন কৃষি কর্মী ছিলেন। তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান।

এদিকে এক রাশিয়ান কর্মকর্তা বলেছেন, রুশ বাহিনী কৌশলগত কারণে ইউক্রেনের রোবটাইন গ্রাম পরিত্যাগ করেছে। জাপোরিজিয়া অঞ্চলে মস্কো-স্থাপিত শীর্ষ কর্মকর্তা ইয়েভজেনি বালিটস্কি একটি টেলিভিশন সাক্ষাত্কারে এ তথ্য দিয়েছেন।

সূত্র : আল-জাজিরা

এমইউ