images

আন্তর্জাতিক

ধরা পড়তেই ঘুষের টাকা গিলে ফেললেন সরকারি কর্মকর্তা!

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুলাই ২০২৩, ১২:২০ পিএম

ধরা পড়ার পর ঘুষের টাকা গিলে ফেললেন এক সরকারি কর্মকর্তা। জানা গেছে, ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি। এরপরই ঘুষের সবগুলো টাকা মুখে পুরে দেন।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ঘুষের সাড়ে ৪ হাজার রুপি মুখের মধ্যে ভরে চিবাতে শুরু করেন ওই কর্মকর্তা। এমন কাণ্ড ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের কটনি এলাকায়।

খবরে বলা হয়েছে, ঘুষ নিতে গিয়ে সোমবার হাতেনাতে ধরা পড়েন রাজ্যের রাজস্ব দফতরের এক কর্মকর্তা। গ্রেফতারের পর ওই টাকা গিলে ফেলেন তিনি।

পুলিশ জানিয়েছে, গজেন্দ্র সিংহ নামের ওই ব্যক্তি একটি জমি মামলায় পাঁচ হাজার রুপি ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ করেন চন্দন সিংহ লোধি নামে এক ব্যক্তি। জব্বলপুরে লোকায়ুক্ততে লোধি অভিযোগ জানান। তদন্তে নেমে গজেন্দ্রের অফিসে হানা দেয় লোকায়ুক্ত জব্বলপুরের দল। ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে ৪ হাজার রুপি নিচ্ছিলেন গজেন্দ্র। সেই সময়ই দেখেন তার অফিসে হানা দিয়েছে লোকায়ুক্ত জব্বলপুরের দল। সঙ্গে সঙ্গে ঘুষের টাকা মুখে ভরে নেন গজেন্দ্র। তারপর চিবাতে থাকেন। কিছু নোট গিলেও ফেলেন। তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর গজেন্দ্রকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেক চেষ্টার পর গজেন্দ্রের মুখ থেকে ওই টাকা বের করা হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে টাকা গিলে ফেলার এই ঘটনায় হতবাক স্থানীয়রা।

একে