images

আন্তর্জাতিক

ইউরোপের যে শহরে নিষিদ্ধ হলো চাকাওয়ালা ট্রলি ব্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

০২ জুলাই ২০২৩, ০২:৫৮ পিএম

ভ্রমণপ্ৰেমীদের অনেকের কাছেই স্বপ্নের ভ্রমণের স্থান হলো ইউরোপ। এর মধ্যে বেশিরভাগেরই মূলত ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, স্কটল্যান্ড ভ্রমণের তালিকায় থাকে। ইউরোপের দেশগুলোর মধ্যে ঘুরতে যাওয়ার ঠিকানা হিসেবে অনেকেই পছন্দ করেন ক্রোয়েশিয়া। দেশটির অন্যতম পর্যটন শহর হলো দুব্রোভনিক।

দুব্রোভনিকসহ ক্রোয়েশিয়ার বিভিন্ন জায়গায় বিখ্যাত টিভি-শো গেম অফ থ্রোনসের শ্যুটিং হয়েছিল। এই শহরটি ভূমধ্যসাগরের তীরবর্তী একটি সুপ্রাচীন দুর্গ-শহর। যার প্রতিটি পাথরে-ইটে রয়েছে রোমান-গথিক স্থাপত্যের ছাপ। নীলচে সবুজ-জলের গা ঘেঁষেই উঠেছে পাথরের দেওয়াল। কোথাও আবার সবুজ তৃণভূমিতে সূর্যের আলো পড়ে ঝিকিয়ে ওঠে। 

সম্প্রতি পর্যটকদের জন্য এক অদ্ভুত নিয়ম এনেছে এই শহর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখানে আর চাকা লাগানো ট্রলি ব্যাগ নিয়ে বেরোনো যাবে না।

আসলে দুব্রোভনিক শহরের পথঘাট সবই মূলত পাথুরে ইটের তৈরি। তার উপর দিয়ে যখন পর্যটকরা চাকা লাগানো ট্রলি ব্যাগ টেনে নিয়ে যান, তখন তার ঘরঘর শব্দ হয়। দিনের পর দিন এই শব্দ শুনতে শুনতেই নাকি ঘুম উড়েছে এখানকার বাসিন্দাদের। তাদের অভিযোগের ভিত্তিতেই শহরের মেয়র মাতো ফ্র্যাঙ্কোভিচ জানিয়েছেন, রাস্তাঘাটে আর চাকাওয়ালা ট্রলি ব্যাগ নিয়ে চলাফেরা করা যাবে না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন তবে তাকে ২৮৮ ডলার জরিমানা করা হবে।

dubrovnik beautiful

কীভাবে এই নিয়ম কার্যকর করা হবে?
পর্যটকরা দেশে প্ৰবেশ করা মাত্র তাদের কাছ থেকে চাকা লাগানো ব্যাগ জমা নিয়ে নেওয়া হবে। পরে পর্যটন অফিস ক্যুরিয়ার মারফত সেই ব্যাগ তাদের ঠিকানায় ফেরত পাঠিয়ে দেবে। শহরের কর্মকর্তারা নতুন নিয়ম চালু করার কারণ হিসেবে জানিয়েছেন, তারা স্থানীয় পরিবেশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করার উপর জোর দিতে চান। 

এছাড়া পর্যটকরা যাতে দুব্রোভনিক শহরে ঘোরার সময় ঠিকমতো পোশাক পরেন, পোষ্যদের নিয়ে ঘুরতে বেরোলে তাদের যথাযথভাবে লিশ পরিয়ে নিয়ে বেরোন এবং কোনও মনুমেন্টে না চড়েন, সে ব্যাপারেও অনুরোধ করা হয়েছে তাদের।

উল্লেখ্য ইউরোপের অন্যান্য শহরের তুলনায় কম পরিচিত হলেও এই শহরে আসা পর্যটকদের সংখ্যা নেহাত কম নয়। চলতি বছরে ২ লাখ ৮৯ হাজার পর্যটক এই শহর ভ্রমণ করেছেন। ৭ লাখ ৬৩ হাজারের বেশি পর্যটক রাত্রিবাস করেছেন এখানে।

সূত্র: দ্য ওয়াল

একে