আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৩, ০৪:৫৯ পিএম
পবিত্র ঈদুল আজহা পালনের প্রস্তুতি নিচ্ছে বিশ্বের মুসলিমরা। এশিয়ার দেশ আফগানিস্তানেও পশু কোরবানির সব প্রস্তুতি নিচ্ছেন সেখানকার বাসিন্দারা। দেশটির পশুর হাটগুলো জমে উঠেছে।
স্থানীয় পশুপালকরা ভেড়া, গরুসহ বিভিন্ন কোরবানির পশু হাটে আনছেন। সেখান থেকে পছন্দমতো পশু ক্রয় করে নিয়ে যাচ্ছেন মুসলিমরা।
রাজধানী কাবুলের একটি পশুর হাটের ছবিসহ প্রতিবেদন প্রকাশ করেছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।

আফগানিস্তানের কাবুলে ঈদের আগে পশুর বাজারে লোকজনকে দেখা যাচ্ছে।

পশুর বাজারে একজন ব্যক্তি তার গবাদি পশু বিক্রির জন্য অপেক্ষা করছেন।

পশুর বাজারে একটি বালক তার ভেড়া বিক্রির জন্য অপেক্ষা করছে।

কাবুলে কোরবানির জন্য বসেছে পশুর বাজার।