images

আন্তর্জাতিক

ছবিতে দেখুন আফগানিস্তানে কোরবানির পশুর হাট

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুন ২০২৩, ০৪:৫৯ পিএম

পবিত্র ঈদুল আজহা পালনের প্রস্তুতি নিচ্ছে বিশ্বের মুসলিমরা। এশিয়ার দেশ আফগানিস্তানেও পশু কোরবানির সব প্রস্তুতি নিচ্ছেন সেখানকার বাসিন্দারা। দেশটির পশুর হাটগুলো জমে উঠেছে।

স্থানীয় পশুপালকরা ভেড়া, গরুসহ বিভিন্ন কোরবানির পশু হাটে আনছেন। সেখান থেকে পছন্দমতো পশু ক্রয় করে নিয়ে যাচ্ছেন মুসলিমরা।

রাজধানী কাবুলের একটি পশুর হাটের ছবিসহ প্রতিবেদন প্রকাশ করেছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।

afghanistan

আফগানিস্তানের কাবুলে ঈদের আগে পশুর বাজারে লোকজনকে দেখা যাচ্ছে।

 

cattle to a livestock market Afghanistan

পশুর বাজারে একজন ব্যক্তি তার গবাদি পশু বিক্রির জন্য অপেক্ষা করছেন।

 

afghanistan

পশুর বাজারে একটি বালক তার ভেড়া বিক্রির জন্য অপেক্ষা করছে।

eid afghanistan

কাবুলে কোরবানির জন্য বসেছে পশুর বাজার।