images

অভিবাসন

ইংল্যান্ডে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে ইউএএল

অভিবাসন ডেস্ক

০৬ মার্চ ২০২৩, ০৪:০০ পিএম

স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিয়েছে ইংল্যান্ড। বিদেশি শিক্ষার্থীরা বৃত্তির মাধ্যমে দেশটিতে পড়ার সুযোগ পাবেন। এতে কোনো টাকা খরচ করতে হবে না। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন (ইউএএল) ১ থেকে ২ বছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রামের ক্ষেত্রে এই বৃত্তি প্রদান করছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ‘ইউএএল ইন্টারন্যাশনাল পোস্টগ্রাজুয়েট স্কলারশিপ এন্ড একোমোডেশন অ্যাওয়ার্ড’ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ জুন।

শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় ফাইন আর্ট, আর্কিটেকচার, ফ্যাশন ডিজাইনিং, জার্নালিজম, কম্পিউটার সাইন্স, বায়োডিজাইন, ফ্যাশন ফটোগ্রাফিসহ বিভিন্ন বিষয়ে শিল্পকলা বিষয়ক বিষয়ে পড়াশোনা করতে যেতে পারবেন।

london-scholarshipআবেদনের যোগ্যতা

  • যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন এমন কেউ আবেদন করতে পারবেন না।
  • ২০২৩-২৪ সেশনে ইউএএল এর অধীনে যেকোনো একটি কলেজে স্নাতকোত্তর অধ্যয়নের জন্য আমন্ত্রণ পত্র পেতে হবে।
  • পরিবারের বার্ষিক আয় ৫০ হাজার পাউন্ডের কম হতে হবে।
  • স্নাতকের ফলাফল ভালো হতে হবে।
  • ইংরেজি দক্ষতার প্রমাণস্বরূপ আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ স্কোর পেতে হবে।

london-scholarshipসুযোগ-সুবিধা

  • টিউশন ফি নেই।
  • উপবৃত্তি হিসেবে মোট ৫০ হাজার পাউন্ড (প্রায় সাড়ে ৬৪ লাখ টাকা) প্রদান করা হবে।
  • পড়াশোনাকালীন সময় আবাসন সুবিধা প্রদান করা হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনকারীর পাসপোর্ট
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • পার্সোনাল স্টেটমেন্ট
  • দুইটি রেফারেন্স লেটার
  • জীবন বৃত্তান্ত
  • ইংরেজি দক্ষতা সনদ

আবেদন করবেন যেভাবে

অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

এমএইচটি