images

অভিবাসন

শিশুদের জন্য যেসব দেশ সবচেয়ে নিরাপদ

ফিচার ডেস্ক

০৫ জানুয়ারি ২০২৩, ০১:০৭ পিএম

বলা হয় শিশুরাই আগামীর ভবিষ্যৎ। একটি জাতি শিশুদের কতটা গুরুত্ব দেয়, তার ওপর নির্ভর করে ওই জাতির উন্নতি। 

পৃথিবীর কিছু কিছু দেশ আছে যেসব দেশে শিশুরা সবচেয়ে নিরাপদ। ওইসব দেশে শিশুদের অধিকার শতভাগ বাস্তবায়িত হয়।

childওয়ার্ল্ড ইনডেস্কের ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী ১০টি দেশে শিশু অধিকার সবচেয়ে বেশি বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে শীর্ষে আছে আইসল্যান্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইডেন। ফিনল্যান্ড আছে তৃতীয় অবস্থানে। 

child

শিশু অধিকার রক্ষায় ওয়ার্ল্ড ইনডেস্কের জরিপে শীর্ষ ১০টি দেশের তালিকা: 

১. আইসল্যান্ড
২. সুইডেন
৩. ফিনল্যান্ড
৪. নেদারল্যান্ড
৫. জার্মানি
৬. লুক্সেমার্গ
৭. ডেনমার্ক
৮. অস্ট্রিয়া
৯. স্লোভেনিয়া
১০.নরওয়ে 

childএসব দেশে শিশুদের অধিকার, তাদের সুরক্ষার বিষয়টি সবার আগে বিবেচনা করা হয়। 

এজেড