অভিবাসন ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম
পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন (এইচইসি) বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আল্লামা মুহাম্মদ ইকবাল ফুল-ফান্ডেড স্কলারশিপের আবেদন গ্রহণ করছে। এই বৃত্তির মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক (Bachelor of Science) পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। উদ্যোগটি দুই দেশের মধ্যে শিক্ষা ও সংস্কৃতিগত বিনিময় আরও জোরদার করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।
স্কলারশিপে যা থাকছে
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
মাসিক ভাতা
হোস্টেলের মাসিক চার্জ ও এককালীন সেটেলমেন্ট ভাতা
পড়াশোনার সময় একবার রিটার্ন এয়ার টিকিট
স্নাতক কোর্সের মেয়াদ ৪ থেকে ৫ বছর। এই স্কলারশিপে নন-ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং অ্যালাইড হেল্থ সায়েন্সেস শাখায় পড়াশোনার সুযোগ রয়েছে।

যোগ্যতা
স্নাতক প্রোগ্রাম
ন্যূনতম ১২ বছরের শিক্ষাজীবন এবং ৬০ শতাংশ নম্বর (PAK-IBCC সমমান অনুযায়ী)
বয়সসীমা: সর্বোচ্চ ২৩ বছর
মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ফার্মেসি
প্রি-মেডিক্যাল বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর (PAK-IBCC সমমান অনুযায়ী)

আবেদনের শেষ তারিখ
১৫ ডিসেম্বর ২০২৫
কীভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করতে হবে এই লিংকে ক্লিক করুন।
পাকিস্তানে যোগাযোগের ঠিকানা
মি. জেহানজেব খান
প্রোজেক্ট ডিরেক্টর, পাক-বাংলাদেশ নলেজ করিডর
HEC, H-8, ইসলামাবাদ, পাকিস্তান
ইমেইল: pakbangladesh@hec.gov.pk
ফোন: +92 51 90408036
আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রিতে পাকিস্তানে পড়াশোনার সুযোগ
বাংলাদেশে যোগাযোগের ঠিকানা
পাকিস্তান হাই কমিশন
NE(C)-2, রোড-৭১, ঢাকা ১০০০
ইমেইল: pahicdhaka@mofa.gov.pk
এজেড