অভিবাসন ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ০৩:৫১ পিএম
ফেলোশিপ নিয়ে বিনা খরচে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ এলো। দেশটির অন্যতম প্রতিষ্ঠান হাওয়াই বিশ্ববিদ্যালয় দিচ্ছে এই সুযোগ। এই বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি ও ফেলোশিপ দেয়। এ বিশ্ববিদ্যালয় দেবে ফেলোশিপ। এ ফেলোশিপের নাম ‘ইস্ট-ওয়েস্ট সেন্টার গ্র্যাজুয়েট ডিগ্রি ফেলোশিপ’। যার অর্থায়নে রয়েছে এডিবি।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশসহ বিশ্বের ৫৩টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে ১ আগস্ট থেকে। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এ ফেলোশিপে কোনো আবেদন ফি নেই।
আরও পড়ুন: ব্রাজিলে বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ
আবেদনের যোগ্যতা
উচ্চতর একাডেমিক রেকর্ডসহ স্নাতক বা তার সমতুল্য ডিগ্রি
ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে
প্রোগ্রামটি শেষ করে দেশে ফিরে যেতে সম্মত থাকতে হবে।
স্কলারশিপে আওতায় যেসব সুবিধা পাওয়া যাবে
স্নাতকোত্তর ডিগ্রি এবং ডক্টরাল ডিগ্রির জন্য মিলবে পূর্ণ সময়ের টিউশন ফি
আবাসন ব্যবস্থা
খাদ্য এবং আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য থাকবে আংশিক উপবৃত্তি
বই এবং অন্য শিক্ষা উপকরণ ক্রয়ের ভাতা
স্বাস্থ্য বিমা
আবেদন যেভাবে
অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত জানতে এই লিংকে লিংক করুন।
এজেড