images

অভিবাসন

সাইপ্রাসে কম খরচে উচ্চশিক্ষার সুযোগ

অভিবাসন ডেস্ক

০৮ জুন ২০২৪, ০৩:১৮ পিএম

ইউরোপের দেশ সাইপ্রাস। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এই দেশে পড়াশোনার খরচ কম। তাই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষার জন্য পছন্দের দেশ সাইপ্রাস। 

আরও পড়ুন: বাংলাদেশিদের ভিসা লাগে না যেসব দেশে যেতে

এখানে পড়াশোনার প্রধান ভাষা গ্রিক হলেও, বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, যা সম্পূর্ণ ইংরেজিতে পড়ানো হয়। দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এমনকি পড়াশোনা চলাকালে চাকরি করে পড়াশোনার খরচও উঠিয়ে নেওয়া যায়। 

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও রয়েছে। 

study

ইউনিভার্সিটি অব সাইপ্রাস প্রতিবছর বিভিন্ন প্রোগ্রামের আওতায় সেখানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। যার ফলে ইউরোপের এই দ্বীপরাষ্ট্রে পড়াশোনার ব্যয়ভার লাঘব হয় অনেকটাই।

সাইপ্রাসে গ্রাজুয়েশন করার পাশাপাশি মাস্টার্স এবং পিএইচডি করারও সুযোগ আছে। 

cypus-pic

দেশ পরিচিতি

সাইপ্রাস ইউরোপ মহাদেশে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র, সেনজেনভুক্ত নয় । রাজধানী নিকোশিয়া। রাষ্ট্র ভাষা গ্রিক ও তুর্কী। এর পশ্চিমে গ্রিস, পূর্বে লেবানন, সিরিয়া এবং ইসরাইল, উত্তরে তুরস্ক ও দক্ষিণে মিসর। আয়তন ৯২৫১ বর্গ কিমি এবং লোকসংখ্যা ১১৪১,১৬৬ (২০১৩)।

এজেড