images

অভিবাসন

বিদেশে পড়তে যেসব কাগজপত্র লাগে

অভিবাসন ডেস্ক

২০ ডিসেম্বর ২০২৩, ১২:২৪ পিএম

প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে বিদেশে যান। কেউবা বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিদেশে পড়তে যেতে কিছু ডকুমেন্টস বা কাগজপত্র আপনার থাকতেই হবে। জানুন সেসব সম্পর্কে।

আরও পড়ুন: আইএলটিএস ছাড়াই পোল্যান্ডে উচ্চশিক্ষার ‍সুযোগ

বাংলাদেশ থেকে বিশ্বের যে সব দেশে সবচেয়ে বেশি শিক্ষার্থী যেতে আগ্রহী থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানি।

suty

ওই সব দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত নভেম্বর থেকে শুরু করে জানুয়ারির মধ্যেই বেশিরভাগ বিদেশি শিক্ষার্থী আবেদন করে থাকেন।

বিদেশি শিক্ষার্থী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে পড়তে যাওয়ার আলাদা আলাদা নিয়ম রয়েছে। তবে কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণ কিছু নিয়ম বিশ্বের প্রায় সব দেশে একই রকমের।

study_pic

সেক্ষেত্রে প্রথমেই আপনি আসলে কোন দেশে যেতে চান তা নির্ধারণ করতে হবে। তারপর সে দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্স, শিক্ষাবৃত্তির সুযোগ, জীবন-যাপনের ব্যয়সহ নানা বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে।

এসব তথ্য সংগ্রহ থেকে শুরু করে সাধারণ আরো কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, না হলে আপনার কাঙ্খিত লক্ষ্য অর্জন যথাসময়ে এবং সুষ্ঠুভাবে হতে সমস্যা তৈরি হবে।

study

আপনি যে সময় পড়াশুনা শুরু করতে চান, তার অন্তত এক থেকে দেড় বছর আগে এসব বিষয়ে অনুসন্ধান চালাতে হবে।

তবে বিশ্বের যেখানেই পড়াশুনা করতে যান কেন আপনার অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে।

study-2

সেই সঙ্গে বাংলাদেশে অর্জিত শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট, ভাষাগত দক্ষতা এবং আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র থাকতে হবে। অর্থাৎ ব্যাংক সলভেন্সি থাকতে হবে। এছাড়াও শারীরিক ফিটনেস থাকাটাও জরুরি। 

বেশ কিছু দেশে পড়তে গেলে মেডিকেল পরীক্ষা নেওয়া হয়। মেডিকেলে উত্তীর্ণ হলেও মেলে ভিসা। 

এজেড