images

অভিবাসন

আইএলটিএস ছাড়াই পোল্যান্ডে উচ্চশিক্ষার ‍সুযোগ

অভিবাসন ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম

ইউরোপের দেশ পোল্যান্ড। দেশটিতে উচ্চশিক্ষার সুযোগ আছে। শেনজেনভূক্ত এই দেশে আইএলটিএস ছাড়াই ভর্তি হয়ে ভিসা পাওয়া যায়। 

পোল্যান্ডের অনেক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতার প্রমাণের জন্য আইইএলটিএস বা টোফেল পরীক্ষা দিতে হয় বাসনদের প্রয়োজন হয়। কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান আইইএলটিএস বা টোফেল ছাড়াই ভর্তির সুযোগ দেয়। তবে ইংরেজির দক্ষতা প্রমাণের বিকল্প উপায়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ দেয় এসব শিক্ষাপ্রতিষ্ঠান। 

পোল্যান্ডে পড়াশোনার একটি অন্যতম সুবিধা হলো স্টাডি ভিসায় ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো ভ্রমণের সুযোগ মেলে।

poolnad

আইএলটিএসে ছাড়াই পোল্যান্ডের যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

ওয়ারশ ইউনিভার্সিটি

অ্যাডাম মিকিউইচ ইউনিভার্সিটি, পোজনান

সাইলেসিয়া ইউনিভার্সিটি, ক্যাটোভিস

জাগোলোনিয়ান ইউনিভার্সিটি

এজিএইচ বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি

ওয়ারশ ইউনিভার্সিটি অব টেকনোলজি

গদানস্ক ইউনিভার্সিটি

রকলো ইউনিভার্সিটি

পোজনান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস

লডজ ইউনিভার্সিটি

poland3

আইএলটিএসের বিকল্প পরীক্ষা

ইংরেজি ভাষা পরীক্ষার ক্ষেত্রে পোল্যান্ডের কিছু বিশ্ববিদ্যালয় আইইএলটিএস ছাড়া অন্যান্য ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষা গ্রহণ করে থাকে। যেমন- ডুওলিঙ্গোও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গ্রহণ করে।

আবার নেটিভ ইংলিশ স্পিকার বা ইংরেজিভাষী দেশের নাগরিক হয়ে থাকেন অথবা আপনি যদি ইংরেজিভাষী দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলো থেকে আপনার শিক্ষা কার্যক্রম শেষ করে থাকেন সে ক্ষেত্রে আপনার আইইএলটিএসের সনদের প্রয়োজন নেই।

এজেড