images

অভিবাসন

ভারতের ব্যয়বহুল ৬ শহর, যেখানে উচ্চবিত্তের বসবাস

অভিবাসন ডেস্ক

৩০ আগস্ট ২০২৩, ১২:৩১ পিএম

প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে জীবনযাত্রায় বাংলাদেশিদের কিছুটা মিল আছে। কিন্তু তারপরও ভারতের বেশি কিছু শহরকে ব্যয়বহুল বলা হয়। সেখানকার থাকা-খাওয়ার খরচ উন্নত দেশকেও হার মানাবে যেন!। চলুন এই শহরগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। 

মুম্বাই সিটি

মহারাষ্ট্রের রাজধানী তথা ভারতের বাণিজ্যনগরী মুম্বাইকে বলা হয় স্বপ্নের শহর। এখানে মানুষ পা রাখেন তার স্বপ্ন পূরণের জন্য। ভারতীয়দের মতে, মুম্বাই শহরে এক চিলতে ঘর পাওয়া ভাগ্যের বিষয়। 

ঔপনিবেশিক আমলে মুম্বাই শহরের নাম ছিল বম্বে বা বোম্বাই। মিশ্র সংস্কৃতি এবং জীবনধারার একটি সুন্দর উদাহরণ এই শহর।

city

রূপালি পর্দায় স্ট্রাগলিং এবং উদীয়মান অভিনেতাদের প্রিয় শহর এটি। বলিউডের সুপারস্টার থেকে শুরু করে ভারতের বড় বড় শিল্পপতিরা এই নগরীতে বসবাস করেন। ধনী এবং উচ্চবিত্তরা ছাড়াও এই শহরে থাকেন জেলে উপজাতি এবং বস্তিবাসীরা।

মুম্বাই সব ধরনের মানুষেরই আবাসস্থল। তবে যাই হোক না কেন, মুম্বাইতে মানুষের বসবাস করা বেশ কঠিন। এখানে একটি ঘর নিয়ে থাকতে গিয়েই মানুষকে হিমশিম খেতে হয়। এখানে জীবনযাতরার খরচ আকাশছোঁয়া।

দিল্লি

ভারতের রাজধানী, দিল্লি ঐতিহাসিক পুরাতন দিল্লি এবং আধুনিক নতুন দিল্লির সমন্বয়ে গঠিত একটি মহানগর। ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ থেকে শুরু করে জমজমাট শপিং মল, উন্নত মেট্রো সিস্টেমের বিস্তৃত নেটওয়ার্ক থেকে দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এই শহরকে হৃদয়স্পর্শী করে তোলে। পুরোনো দিল্লির সরু এবং আঁকাবাঁকা গলিগুলো মুঘল শাসনের সাক্ষ্য বহন করে। পাশাপাশি এখানে এমন অনেক ভবন এবং স্থান রয়েছে যেগুলো ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। জীবনযাত্রার জন্য দিল্লিও নিছক সস্তার শহর নয়। এখানেকার এলাকা অনুযায়ী জিনিসপত্রের দাম নির্ভর করে।

city

বেঙ্গালুরু

গার্ডেন সিটি থেকে ভারতের সিলিকন ভ্যালি পর্যন্ত, বেঙ্গালুরু ধীরে ধীরে ভারতের তৃতীয় বৃহত্তম শহর হয়ে উঠেছে। বেঙ্গালুরু তার মনোরম আবহাওয়া, সুন্দর পার্ক এবং সুন্দর সুন্দর হ্রদের জন্য বেশ জনপ্রিয় যে উঠেছে। শহরটি তার রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড কর্নার, ক্যাফে, কফি রোস্টার এবং পাবের জন্যও বিখ্যাত। ব্রাঞ্চ, বুফে, টেরেস ক্যাফে, সবই পাবেন বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুও ভ্রমণের জন্য একটি দুর্দান্ত জায়গা, তবে এখানে থাকা, খাওয়া এবং পানীয় অন্যান্য শহরের তুলনায় ব্যয়বহুল।

চেন্নাই

একসময় মাদ্রাজ নামে পরিচিত চেন্নাই হল ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ু রাজ্যের রাজধানী। বঙ্গোপসাগরের করোমণ্ডল উপকূলে অবস্থিত, চেন্নাই ভারতের চার মহানগরীর মধ্যে একটি। শহরের নিজস্ব সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস রয়েছে। চেন্নাই তার মন্দির, ব্রিটিশ যুগের জাদুঘর ও স্মৃতিস্তম্ভ, রন্ধনপ্রণালী, মেরিনা বিচ (বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহুরে সৈকত) এবং দক্ষিণ-ভারতীয় সংস্কৃতিতে সমৃদ্ধ। চেন্নাই শহরটি শুধু দেখার মতো নয়, বসবাসের জন্যও ব্যয়বহুল।

CITY

কলকাতা

ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা বাঙালির প্রিয় শহর। ১৭৭১ থেকে ১৯১১ সাল, দীর্ঘ প্রায় ১৪০ বছর কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। অবিভক্ত ভারতবর্ষের উপর ইংরেজরা এই শহর থেকেই ছড়ি ঘোরাতো। নিজেদের সুবিধার জন্যই জঙ্গল কেটে কলকাতা শহর পত্তন করে আধুনিক শহরে পরিণত করেছিল ব্রিটিশরা। বড় বড় ইমারত, বাগান, স্মৃতি সৌধ তৈরি করে শহরকে সাজিয়ে নিয়েছিল তারা। আধুনিক শহরে বাসা বেঁধেছিলেন বহু দেশীয় জমিদার, অভিজাত ব্যক্তি এবং সাধারণ মানুষ। ইংরেজ দেশছাড়া হলেও সেই সব নিদর্শনও এখনও রয়ে গেছে তিলোত্তমায়। খাদ্যরসিকদের কাছে দারুণ জনপ্রিয় এখানকার খাবারও। দেশের প্রথম মেট্রো স্টেশনটি তৈরি হয়েছিল এই শহরেই। ভারতের ব্যয়বহুল শহরের মধ্যে কলকাতার স্থান ছয়।

পুনে

মহারাষ্ট্রের প্রাচীন শহর পুনে জীবনধারার দিক থেকে ভারতে সাত নম্বরে রয়েছে। এটি প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত। এই শহরে ঔপনিবেশিক যুগের বহু নিদর্শন চোখে পড়বে। ভারতের স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পুনে। বিশ্ববিখ্যাত ওশো আশ্রম, ফিল্ম ইনস্টিটিউট, প্রাচীন প্রাসাদ, দুর্গ এবং মন্দিরে সমৃদ্ধ পুনের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল শনিওয়ার ওয়াড়া প্রাসাদ এবং আগা খান প্রাসাদ।

এজেড