images

অভিবাসন

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ

অভিবাসন ডেস্ক

২৭ জুন ২০২৩, ০৩:২২ পিএম

ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সাইপ্রাসে পড়াশোনা করতে যাওয়া সহজ। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। দেশটির নেতৃস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব সাইপ্রাস ২০২৩ সালে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট এবং ডক্টরেটে বিভিন্ন প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদন আহ্বান করছে।

একই সঙ্গে বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারি এবং সহযোগিতামূলক বিভিন্ন প্রোগ্রাম আয়োজনেও আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানটি। 

বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে উন্নতমানের গবেষণার পরিবেশ। ১০০টির বেশি দেশের ২০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন এখানে।

ইউরোপীয় বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ায় এখানকার ডিগ্রি ইউরোপসহ অন্যান্য দেশে বেশ সম্মানের চোখে দেখা হয়। ফলে পড়াশোনা শেষ করে শিক্ষার্থীদের কাজ পেতে তেমন বেগ পেতে হয় না। ইউনিভার্সিটি অব সাইপ্রাস প্রতিবছর বিভিন্ন প্রোগ্রামের আওতায় সেখানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। যার ফলে ইউরোপের এই দ্বীপরাষ্ট্রে পড়াশোনার ব্যয়ভার লাঘব হয় অনেকটাই।

studyগ্রাজুয়েশনের জন্য বৃত্তির তালিকা দেখা যাবে এই ওয়েবসাইটে- ucy.ac.cy

এখানে পড়াশোনার প্রধান ভাষা গ্রিক হলেও, বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, যা সম্পূর্ণ ইংরেজিতে পড়ানো হয়।

সাইপ্রাসে গ্রাজুয়েশন করার পাশাপাশি মাস্টার্স এবং পিএইচডি করারও সুযোগ আছে। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের প্রসপেক্টাস দেখতে দেখুন এই ওয়েবসাইটে- ucy.ac.cy/publications. 

ভর্তির আবেদনের জন্য এই ওয়েবসাইট ucy.ac.cy/graduateschool ভিজিট করুন

এজেড