images

হেলথ

দাম কমবে ক্যানসার ও ডায়াবেটিসের ওষুধের

নিজস্ব প্রতিবেদক

০১ জুন ২০২৩, ০৩:৫৩ পিএম

২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের দাম কমানোর প্রস্তার করা হয়েছে। এসব পণ্যের মধ্যে ক্যানসার ও ডায়াবেটিস রোগের ওষুধ।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন।

প্রস্তাবিত বাজেটে ক্যানসার ও ডায়াবেটিসের ওষুধের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। 

এছাড়া খাদ্যপণ্যের মধ্যে মিষ্টি জাতীয় পণ্যের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে।

প্রসাধনীর মধ্যে - সাবান, শ্যাম্পুর দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বিদেশি পোশাকের দাম কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

এছাড়া দেশি এলইডি বাল্ব, ডায়াপার ও ন্যাপকিনের দাম কমানোর প্রস্তাব রয়েছে এবারের বাজেটে।

কৃষিপণ্যের মধ্যে আলু রোপনের মেশিন ও কৃষি যন্ত্রপাতির দাম কমানোর প্রস্তাব করা হয়েছে।

জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। পরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেন।

অর্থমন্ত্রী যে বাজেট উপস্থাপন করছেন তার শিরোনাম দেওয়া হয়েছে- ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’ আগামী এক বছর দেশ পরিচালনার সার্বিক আয়-ব্যয়ের হিসাব রয়েছে এই বাজেটে। এটি আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বাংলাদেশের ৫২তম বাজেট। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে। ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

কারই/জেবি