নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৪ পিএম
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. রায়হানা আউয়াল। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কমকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।
এতে আরও বলা হয়, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী সাত দিনের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় অষ্টম কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহিত বলে গণ্য হবেন।
অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন। যোগদানের পর বিভাগ ন্যস্তকৃত বিভাগ ও কর্মস্থলে মুভ ইন হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, এমআইএস শাখার পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।
এমএইচ/জেবি