নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি ২০২৩, ০৭:১৯ এএম
নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (৩০ জানুয়ারি) অধিফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শেখ দাউদ আদনান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা দেওয়ায়, দেশের প্রতি হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে আগাত রোগীদের সেবা দেওয়ার জন্য কর্তব্যরত চিকিৎসকদের নিম্নলিখিত নির্দেশনাবলী অনুসরণ পূর্বক চিকিৎসা সেবা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
নির্দেশনাগুলো হলো
এমএইচ/এইউ