images

হেলথ

গুলশান লেক পার্কে আইসিডিডিআরবি’র নমুনা সংগ্রহ বুথ চালু

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর ২০২২, ০৩:৩৭ এএম

রাজধানীর গুলশান লেক পার্কে নমুনা সংগ্রহ ডায়াগনস্টিক ল্যাবরেটরি বুথ চালু করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। গুলশান-২ এর ৬৩ রোডের লেক পার্কের ভিতরে এ নমুনা সংগ্রহ করা হবে। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আইসিডিডিআরবি এবং গুলশান সোসাইটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

এ বিষয়ে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, ‘এই নমুনা সংগ্রহ বুথটি আইসিডিডিআরবির আরও একটি প্ৰয়াশ যা বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানকে আরও শক্তিশালি করতে সাহায্য করবে। আমরা গুলশান সোসাইটির কাছে কৃতজ্ঞ আমাদেরকে নমুনা সংগ্রেহর এই চমৎকার সুযোগটি দেওয়ার জন্য।’ 

গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার সারওয়াত সিরাজ বলেন, ‘গুলশান সোসাইটি কমিউনিটি এনগেজমেন্টকে তাদের সকল কর্মকাণ্ডের সঙ্গে নিশ্চিত করতে অংগিকারাবদ্ধ। এই যৌথ প্রয়াস, আইসিডিডিআরবির বিশ্বমানের সেবা গুলশান সোসাইটির অধিবাসীদের দ্বারপ্রান্তে পৌঁছে দিবে। গুলশান কমিউনিটির পক্ষ থেকে আমরা আইসিডিডিআরবিকে ধন্যবাদ জানাতে চাই।’

এ সময় ড. তাহমিদ আহমেদ, ব্যারিস্টার সারওয়াত সিরাজ ছাড়াও আইসিসিডিআর’বির ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস বিভাগ ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. দিনেশ মণ্ডলসহ গুলশান সোসাইটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

এমএইচ/এমএ