images

হেলথ

রোগীদের ২৫টি চেয়ার উপহার বিএমইউর চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রোগীদের ২৫টি হুইল চেয়ার উপহার দিয়েছেন প্রতিষ্ঠানটির ৪৫ জন চিকিৎসক। শনিবার (২৪ জানুয়ারি) বিএমইউর বি ব্লকে নিচতলায় এসব হুইলচেয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এসব শিক্ষক আওয়ামী সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ও নির্মম বৈষম্যের শিকার বলে নিজেদের দাবি করেন। 

হুইলচেয়ার হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘যারা অনুকূল ও প্রতিকূল—উভয় সময়ে কাজ করেন, তারাই প্রকৃত লিডার। বিগত সময়ে বিএমইউর যেসব চিকিৎসক পদোন্নতিবঞ্চিত ছিলেন, তাঁরা আজকে একটি মহৎ উদাহরণ তৈরি করলেন। তারা চাইলে পিকনিক করতে পারতেন, আনন্দ উদযাপন করার জন্য অন্য কিছু করতে পারতেন। কিন্তু তা না করে আজকের এই অনুকূল সময়েও তারা রোগীদের কথা স্মরণ রেখে হুইলচেয়ার দান করছেন। এটা সত্যিই মানবতার এক মহৎ দৃষ্টান্ত, অনুসরণীয় দৃষ্টান্ত।’

বিএমইউ উপাচার্য বলেন, ‘বিএমইউ দেশের মানুষের জন্য, রোগীদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে, গবেষণা করছে, চিকিৎসাসেবা প্রদান করছে, উচ্চতর শিক্ষা প্রদানের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করছে। বিএমইউর শিক্ষকরা সম্মিলিতভাবে কাজ করলে এই প্রতিষ্ঠান এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, ডা. মো. শহীদুল ইসলাম ও ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ।

অনুষ্ঠানে আরও ছিলেন বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, সহযোগী অধ্যাপক (হেমাটোলজি বিভাগ) ডা. মো. আদনান হাসান মাসুদ, ডা. মো. আবুল কালাম আজাদ, ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরীফ মো. আরিফুল হক প্রমুখ। 

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকরা এ বিষয়ে উচ্চ আদালতে রিট করেছিলেন। পরবর্তীতে বর্তমান প্রশাসন তাদের বৈষম্য দূর করেছে।

এসএইচ/ক.ম