নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক বেলাল মারা গেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় দরগা মহল্লা পায়রায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
এদিকে, শনিবার বাদ এশা দরগাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাজার সংলগ্ন কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
এসএইচ/এএস