নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম
দেশে গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে আরও ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সবচেয়ে বেশি ৭ জন ডেঙ্গুরোগী হাসপাতলে ভর্তি হয়েছেন।
এছাড়া বরিশাল বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ৫ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ২ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কন্ট্রোল রুম বলছে, নতুন আক্রান্তদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। অর্থাৎ, পুরুষ ৬৫ দশমিক ৭ শতাংশ ও নারী ৩৪ দশমিক ৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তের সংখ্যা নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত (১-১৮ জানুয়ারি) ৭৮০ জন ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে এই সময়ে ৬১৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুয়ী চলতি বছর এখন পর্যন্ত ১ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয় ২০২৩ সালে। ওই বছর ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। ওই বছর আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
এছাড়াও বিগত বছরগুলোতে উল্লেখ্যযোগ্য সংখ্যায় ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এরমধ্যে গতবছর তথা ২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় মোট ৪১৩ জনের। সেবছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন।
তারআগের বছর তথা ২০২৪ সালে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়, ওই বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন।
এএম