images

হেলথ

রাজধানীর আজিমপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০২৬, ১১:৩০ এএম

রাজধানীর আজিমপুর বয়েজ ক্লাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) আজিমপুর সমাজকল্যাণ এস্টেট কমিউনিটি সেন্টারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা ৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. তৌহিদ উল ইসলাম জন।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের ২৬নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম সুইটের পৃষ্ঠপোষকতায় মেডিকেল ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ  চিকিৎসক প্রায় ৫২০ জন রোগীকে ফ্রি পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিমপুর রয়েজ ক্লাবের সভাপতি মো. জুয়েল আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায়  হামিদুর রহমান বলেন, যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে চিকিৎসা সেবার আমূল পরিবর্তন ঘটবে। বিশেষ করে ঢাকা ৭ আসনের জনগণের চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।

তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য রুহের মাগফেরাত কামনা সকলের কাছে দোয়া চান।

আজিমপুর রয়েজ ক্লাবের সভাপতি মো. জুয়েল আহমেদ বলেন, ভবিষ্যতে এ ধরনের আরও ফ্রি মেডিকেল ক্যাম্প এলাকাবাসীর জন্য আয়োজন করা হবে।

এসএইচ/এফএ