images

হেলথ

অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতি পেল দুই মেডিকেল

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম

রাজধানীর দুটি মেডিকেল কলেজকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএমইএসি)। মেডিকেল দুটি হলো— ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (এসএইচএসএমসি)।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএমইএসির রেজিস্ট্রার অধ্যাপক ডা. হুমায়ুন কবির তালুকদার।

জানতে চাইলে ডা. হুমায়ুন কবির বলেন, প্রথমধাপে চূড়ান্ত পরিদর্শন ও মানদণ্ড যাচাই শেষে দুটি মেডিকেল কলেজকে অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই আরও কয়েকটি সরকারি-বেসরকারি মেডিকেলকেও দেওয়া হবে। ইতোমধ্যে কয়েকটি মেডিকেলকে অনুমোদন দেওয়ার কাজ শেষ পর্যায়ে রয়েছে।

অধ্যাপক ডা. হুমায়ুন কবির তালুকদার বলেন, মেডিকেল শিক্ষায় কোনো ঘাটতি রাখা যাবে না। সবাইকে মান বজায় রাখতে হবে।

এদিকে বিএমইএসি জানায়, ডিএমসি ও এসএইচএসএমসি দুই মেডিকেল কলেজ প্রয়োজনীয় সকল একাডেমিক ও প্রশাসনিক মানদণ্ড পূরণ করায় আগামী পাঁচ বছরের জন্য তাদের পূর্ণাঙ্গ স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই স্বীকৃতি দেশের মেডিকেল শিক্ষার আন্তর্জাতিক মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন (ডব্লিউএফএমই) এবং বিদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের ডিগ্রির গ্রহণযোগ্যতা বাড়াতে এ স্বীকৃতির গুরুত্ব অপরিসীম।

এসএইচএসএমসির এমবিবিএস প্রোগ্রামের স্বীকৃতি নিশ্চিতকরণে বিএমইএসি জানিয়েছে, কলেজের ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি প্রোগ্রাম সমস্ত নির্ধারিত মানদণ্ড পূরণ করেছে। পাঁচ বছরের জন্য ‘এক্রিডিটেশন’ স্ট্যাটাসসহ স্বীকৃতির সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি কলেজকে বার্ষিক অগ্রগতির প্রতিবেদন জমা দিয়ে মানদণ্ডের ধারাবাহিকতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস প্রোগ্রামের ক্ষেত্রেও একইভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। বিএমইএসি আশা করছে, মেডিকেল কলেজটি নিয়মিত প্রতিবেদন দেবে এবং একাডেমিক পরিবেশ বজায় রাখবে।

বিএমইএসির এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

প্রসঙ্গত, বিএমইএসি হলো একটি সরকারি সংস্থা যা দেশের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও অ্যাক্রেডিটেশন (স্বীকৃতি) প্রদান করে, যার লক্ষ্য মানসম্মত চিকিৎসা শিক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা। এই সংস্থাটি বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২৩ অনুযায়ী গঠিত হয়েছে।

এসএইচ/এএস