জ্যেষ্ঠ প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা অসুস্থ লোকজনকে চিকিৎসা দিতে মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, আসাদ গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশপাশে সহ বিভিন্ন পয়েন্টে ১১টি ভ্রাম্যমান জরুরি চিকিৎসা সেবা সেন্টার খুলেছে জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর গণভবনের সামনের পূর্ব দিকে ভ্রাম্যমান এই টিমের সদস্যদের চিকিৎসা সেবা দিতে দেখা গেছে।
বিশেষ করে গাবতলী ও আমিনবাজার মিরপুর এলাকা থেকে জানাযায় অংশ নিতে আসছেন তাদের অনেকেই এই জরুরি চিকিৎসা সেবা নিচ্ছেন।
চিকিৎসা সেবা দিতে আসা টিমের একজন চিকিৎসক মুস্তাকিম। তিনি ঢাকা মেইলকে বলেন, যারা জানাজা পড়তে আসবেন তাদের জন্য এ সেবা প্রয়োজন। ইমারজেন্সি বিষয়গুলোতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এখানে কারো জ্বর-ব্যথা, শ্বাসকষ্ট বা ইমারজেন্সি পাচ্ছি। আবার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে হাঁটতে হাটতে তারাও সেবা নিচ্ছে। এখানে সব ধরনের চিকিৎসাটর জন্য আমরা ব্যবস্থা রেখেছি।
সংসদ এবং আগারগাঁও এলাকার আশপাশে ১১টি পয়েন্টে তারা সেবা দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, আমাদের সংগঠনের সভাপতি এবং মহাসচিব তাদের সবার উদ্যোগ হিসেবে আছেন। আমি সংগঠনের সদস্য এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শাখার হিসেবে আছি।
এ সময় বেশ কয়েকজন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা সেবা নিতে দেখা গেল। কেউ কেউ জানাজায় যাওয়ার সময় সর্দি-কাশি প্রেসারের ওষুধ নিচ্ছেন।
এমআইকে/এএইচ/এএস