images

হেলথ

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল জানার উপায়

ফিচার প্রতিবেদক

১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ এএম

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা হয় ১২ ডিসেম্বর। আজ ১৪ ডিসেম্বর দুপুরের পর ফল ঘোষণা করা হতে পারে। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন ১৩ ডিসেম্বর গণমাধ্যমকে এই তথ্য জানান। 

তিনি বলেন ‘মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত সময় এখনও নির্ধারণ করা হয়নি। তবে আশা করছি, ১৪ ডিসেম্বর দুপুর নাগাদ প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশ হলে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। উত্তীর্ণ শিক্ষার্থীরাও জানতে পারবেন।

ফলাফল জানবেন যেভাবে

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ণ, ফলাফল চূড়ান্তকরণ এবং পূনঃনিরীক্ষণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। উত্তরপত্র ‘ওএমআর বা আইসিআর’ মেশিনে পরীক্ষা করা হবে। সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ ও ইউনিটসমূহে ভর্তির জন্য সাধারণ আসন ও সংরক্ষিত আসনসমূহে প্রার্থীর জাতীয় মেধা ও পছন্দক্রম অনুসারে আসন বন্টন করা হবে। 

ssc-1760503541

সংরক্ষিত আসনসমূহে ও নিজ নিজ শ্রেণির দাবীদারদের মধ্য হতে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীর অর্জিত মেধাক্রম এবং কলেজ পছন্দের ভিত্তিতে প্রার্থী কোনো কলেজে ভর্তি হবেন তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ করা হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এই ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের এই ওয়েবসাইট হতে পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। এরপর ‘Result’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। ভর্তিচ্ছুরা এটি ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন। মেধাতালিকা ওয়েবসাইটে পিডিএফ আকারেও প্রকাশ করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন দ্য গণমাধ্যমকে জানিয়েছেন, বুয়েট এবং ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। অনেক খাতা দেখার কাজ করতে হচ্ছে। রবিবার দুপুরের পর ফল প্রকাশ হতে পারে।

এর আগে ১২ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রবিবার

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৫ হাজার ১০০টি এবং সরকারি ডেন্টাল ইউনিটে ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ১টি এবং বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি আসন রয়েছে।

এ বছর ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ৪৯ হাজার ২৮ জন পুরুষ এবং ৭৩ হাজার ৬০৪ জন নারী আবেদনকারী ছিলেন।

এজেড