নিজস্ব প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম
মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কারও মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে আক্রান্ত রোগীর সংখ্যাও অনেক কম। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০০ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৯৪ জনই আছে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬ হাজার ৮২৭ জন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ জন এবং খুলনা বিভাগে ২জন রোগী রয়েছেন।
আরও জানায়, সারাদেশে নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৩ শতাংশ এবং নারী রোগী ৩৭ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২২৬ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৬২৪ জন।
এএইচ