images

হেলথ

বিএমইউতে ২৫ সপ্তাহে জন্ম নেওয়া নবজাতক সুস্থ হয়ে ফিরল বাড়ি

নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ এএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) মাত্র ২৫ সপ্তাহে জন্ম নেওয়া একটি প্রিম্যাচিউর নবজাতক সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। জন্মের সময় শিশুটির ওজন ছিল মাত্র ৭৬৫ গ্রাম-যা বাংলাদেশের চিকিৎসা প্রেক্ষাপটে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নবজাতকটিকে বিএমইউ কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়। ছাড়পত্র দেওয়ার আগে শিশুটিকে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি শিশুটির সুস্থতার খবরে আনন্দ প্রকাশ করেন এবং পরিবারের প্রতি দোয়া ও অভিনন্দন জানান।

অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘এনআইসিইউ টিমের এই সাফল্য দেশের নবজাতক সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি শিশুটির দীর্ঘ, সুস্থ জীবনের জন্য দোয়া করি।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তির শুরু থেকেই নবজাতকটি এনআইসিইউর অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের সার্বক্ষণিক পরিচর্যার অধীনে ছিল। ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি), নিয়মিত ফিডিং, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বিশেষায়িত পর্যবেক্ষণ এবং ধারাবাহিক মনিটরিংয়ের মাধ্যমে শিশুটি ধীরে ধীরে সুস্থ হতে থাকে। শ্বাসকষ্ট কমে আসে, খাওয়ানোর সক্ষমতা বাড়ে, ওজনও নিয়মিত বৃদ্ধি পেতে থাকে।

বিএমইউ এনআইসিইউ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান বলেন, ‘এই শিশুর সুস্থতা প্রমাণ করে ‘অভিজ্ঞ টিমওয়ার্ক, পরিবারকে যুক্ত করে চিকিৎসা এবং নিয়মিত মনিটরিং কতটা কার্যকর হতে পারে। আমাদের টিমের নিবেদিত পরিচর্যার ফলেই আজ শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফিরছে। এই সাফল্য দেখিয়ে দেয়, আধুনিক নবজাতক পরিচর্যায় সঠিক চিকিৎসা নবজাতকের জীবন রক্ষায় কতটা গুরুত্বপূর্ণ।’

এসএইচ/এমআর