নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ২৮৭ চিকিৎসককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের সেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রদান করা হলো।’
পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে ইএনটি বিভাগের ২০ জন, কলোরেক্টাল সার্জারি বিভাগের একজন, নিউক্লিয়ার মেডিসিন বিভাগের একজন, নিউরোলজি বিভাগের ২০ জন ও নিউরোসার্জারি বিভাগের দুইজনসহ মোট ২৮৭ জন চিকিৎসক।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’
এ ছাড়া আগামী ৮ ডিসেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণের জন্য বলা হয়েছে প্রজ্ঞাপনে।
এতে আরও বলা হয়, ‘সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকগণকে সুপারনিউমারারি পদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। পদোন্নতিপ্রাপ্ত (ইনসিটু) চিকিৎসকগণকে পদোন্নতিপ্রাপ্ত পদে পরবর্তী পদায়ন না করা পর্যন্ত বদলি/পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘এ ছাড়া লিয়েন/প্রেষণ/শিক্ষা ছুটি/মাতৃত্বকালীন ছুটি ভোগরত কর্মকর্তাগণের লিয়েন/প্রেষণ/শিক্ষা ছুটি/মাতৃত্বকালীন ছুটি শেষে যোগদানের পর পদোন্নতি/পদায়ন কার্যকর হবে। পরবর্তীতে কোনো চিকিৎসক কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।’
এসএইচ/এফএ