images

হেলথ

বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের অনুমতি পেল আজগর আলী হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করার অনুমতি পেয়েছে ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতাল।

বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম তাঁর অফিস কক্ষে এ অনুমতিপত্র দেন। আজগর আলী হাসপাতালের পক্ষে এটি গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং পরিচালক অধ্যাপক ডা. জাবরুল এসএম হক।

দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রথমবারের মতো কোনো হাসপাতালকে ম্যারো ট্রান্সপ্ল্যান্টের অনুমতি দেওয়া হলো। ১ ডিসেম্বর থেকে এক বছরের জন্য এ অনুমতিপত্র দেওয়া হয়। বিধি মোতাবেক প্রতি বছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ অনুমতিপত্র নবায়ন করতে হবে।  

‍azgor_ali_hospital_ii
স্বাস্থ্য উপদেষ্টা থেকে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের অনুমতিপত্র গ্রহণ আজগর আলী হাসপাতাল সিইওর। ছবি: ঢাকা মেইল 

 

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ/ক.ম