০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
স্বাস্থ্য অধিদফতরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. দিলু আরা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টা ৬ মিনিটে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ডা. দিলু আরা বেগম দীর্ঘদিন স্বাস্থ্যখাতে দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্য বিভাগকে এগিয়ে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন।
এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানা গেছে, মৃত্যুকালে ডা. দিলু আরা বেগমের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. দিলু আরা বেগম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল গ্রামের মৌলভীবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।
ইসলামপুর উপজেলায় তিনিই প্রথম নারী এমবিবিএস চিকিৎসক, যা তৎকালীন সমাজবাস্তবতায় তার জন্মস্থান ইসলামপুর উপজেলা ও এর আশপাশের আরও বহু জনপদের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ বা চিকিৎসার মত সৎ পেশাকে বেছে নিতে অনুপ্রাণিত করেছেন। চিকিৎসকের পেশাগত জীবনের পাশাপাশি ডাক্তার দিলু আরা বেগম সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন।
এসএইচ/এএস