images

হেলথ

বন্যায় না খেয়ে ও বিনা চিকিৎসায় কারও মৃত্যু হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন ২০২২, ০৪:৩০ পিএম

সম্প্রতি সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যায় না খেয়ে এবং বিনা চিকিৎসায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিভাগ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

সোমবার (২৭ জুন) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমিয়কালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপের কারণে বন্যায় কারও খাদ্য, চিকিৎসায় কোনো ব্যত্যয় হয়নি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও নেতৃত্বে আমরা বন্যা ও কোভিড মোকাবিলা করতে সক্ষম হয়েছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যা দুর্গতদের সেবা দিতে বর্তমানে সিলেটে ১৪০টিরও বেশি মেডিকেল টিম কাজ করছে। প্রস্তুত রয়েছেন আরও দুই হাজারের বেশি কর্মী।

বন্যা কবলিত এলাকায় কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে সৃষ্ট সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। 

এমআর