images

হেলথ

বিপিএমসিএ নির্বাচন কেন্দ্রে সাবেক মেয়র আরিফুল হকের অনুপ্রবেশ, প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই ২০২৫, ০২:২২ পিএম

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) কার্যনিবাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক কেন্দ্রে অনুপ্রবেশ করার প্রতিবাদ জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

সিরডাপ মিলনায়তনে বুধবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ চলছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বেলা ১২টার দিকে আরিফুল হক কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের উপেক্ষা করে কেন্দ্রে প্রবেশ করেন। তিনি দীর্ঘ সময় কেন্দ্রে অবস্থান করে বেলা ২টার দিকে বের হয়ে যান। কী কারণে তিনি কেন্দ্রে প্রবেশ করেছিলেন সে প্রশ্নের উত্তর দেননি।

নির্বাচনে মহিউদ্দিন-মুকিত পরিষদের প্রধান নির্বাচনী এজেন্ট প্রফেসর ডা. আবদুস সবুর লিখিতভাবে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, বহিরাগত কারো ভোটকেন্দ্রে প্রবেশে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা দিয়েছেন। তা সত্ত্বেও একজন হেভিওয়েট ব্যক্তি বলপূর্বক কেন্দ্রে প্রবেশ নির্বাচনীবিধির লঙ্ঘন। এটা কোনো ষড়যন্ত্র কি না তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। 

আরও পড়ুন

বিপিএমসিএ’র ভোটগ্রহণ চলছে, আলোচনায় মহিউদ্দিন-মুকিত প্যানেল

এদিকে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও আকস্মিক এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

২০২৫-২৭ সালের জন্য বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের এ নির্বাচনে ১১০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।

নির্বাচনে ডা.মহিউদ্দিন-মুকিত পরিষদ এবং আফরোজা-মোয়াজ্জেম পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে।

এইচজে/জেবি