নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৫, ০৭:০৪ পিএম
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মহিবুল হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৯ জুলাই) রাত সোয়া ১১টার দিকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
অধ্যাপক মহিবুল হাসান রামেকের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন অধ্যাপক ডা. মহিবুল হাসান। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
প্রথিতযশা চিকিৎসক ডা. মহিবুল হাসান রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
এসএইচ/এফএ