নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৫, ০৬:১৮ পিএম
শিক্ষার্থীদের আন্দোলনের জেরে বন্ধ ঘোষণা করা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ। ১৮ দিন পর অবশেষে শনিবার (১২ জুলাই) খুলছে শিক্ষা প্রতিষ্ঠানটি। তার আগে শুক্রবার (১১ জুলাই) খুলে দেওয়া হবে কলেজের হোস্টেল।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (৯ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম।
এর আগে নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে গত মে মাস থেকে ক্লাস বর্জন করে আসছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ দাবিতে গত ২১ জুন তারা কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন।
ওই কর্মসূচি চলার মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের ২২ জুন দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতেও বলা হয়।
তবে সেদিন সন্ধ্যায় শিক্ষার্থীরা জানান, তারা হোস্টেল ছাড়বেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত হোস্টেলেই থাকবেন।
এরপর ২৩ জুন বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের ৭ সদস্যের একটি দল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাদের সঙ্গে ছিলেন কলেজের অধ্যক্ষ কামরুল আলম।
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা থাকলেও অধ্যক্ষ ও শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের অর্ধ মাস পর খুলছে ঢাকা মেডিকেল কলেজ।
এএইচ