নিজস্ব প্রতিবেদক
০৬ জুলাই ২০২৫, ০৬:২৬ পিএম
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৩২ জনে।
তবে দেশে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি। তাই চলতি বছরে মৃত্যুর সংখ্যা ২৪ জন অপরিবর্তিত রয়েছে।
রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।
এএইচ