images

হেলথ

চিকুনগুনিয়া-ইনফ্লুয়েঞ্জা বাড়ছে, যে পরামর্শ স্বাস্থ্যের বিশেষ সহকারীর

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই ২০২৫, ০৩:৩০ পিএম

দেশজুড়ে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে চিকুনগুনিয়া ও ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসজনিত রোগের প্রকোপ। উপসর্গকে সাধারণ জ্বর ভেবে অনেকেই দেরিতে হাসপাতালে আসছেন, যা চিকিৎসা ব্যবস্থাকে আরও জটিল করে তুলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার (০৩ জুলাই) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত চীন সরকারের দেওয়া ডেঙ্গু কম্বো কিট গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি মিশন চিফ লিউ ইউইন। 

তিনি বলেন, ‘বর্তমানে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা এবং আরও কয়েকটি ভাইরাস একসঙ্গে ছড়াচ্ছে। অনেকেই বিষয়টিকে সাধারণ অসুস্থতা ধরে নিয়ে বাসায় অবস্থান করছেন, ফলে যখন হাসপাতালে আসছেন তখন রোগের জটিলতা বেড়ে যাচ্ছে। এটি আমাদের চিকিৎসা ব্যবস্থাকে চাপে ফেলছে।’

চিকিৎসায় দেরি পরিস্থিতিকে করছে কঠিন

ডা. সায়েদুর রহমান জানান, ডায়াগনস্টিক কিটের ঘাটতি নেই, তবে সচেতনতা আরও জরুরি। ‘যাদের উপসর্গ রয়েছে, তাদের দ্রুত পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সময়মতো হাসপাতালে এলে চিকিৎসা সহজ হয়, জীবন ঝুঁকি কমে।’

স্বাস্থ্যখাতে প্রস্তুতি থাকলেও চ্যালেঞ্জ আছে

তিনি বলেন, ‘আমরা মুগদা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ও ভাইরাস সংক্রমণের সম্ভাব্য বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুতি নিয়েছি। তবে রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেলে চাপ তৈরি হবেই। এজন্য জনগণের সহযোগিতা অপরিহার্য।’

চীনের সহায়তায় ১৯ হাজার কিট

অনুষ্ঠানে জানানো হয়, চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ১৯ হাজার ডেঙ্গু কম্বো কিট প্রদান করা হয়েছে। এই কিটে এনএস১, আইজিজি ও আইজিএম একসাথে পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ছে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বলেন, ‘স্বাস্থ্য খাতকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। চীনের সঙ্গে হাসপাতাল, মেডিকেল যন্ত্রপাতি, রোবটিক্স, ভ্যাকসিন উৎপাদনসহ বিভিন্ন পর্যায়ে সহযোগিতার আলোচনা চলছে। এগুলো ধাপে ধাপে বাস্তবায়ন হবে।’

এসএইচ/ ইএ