images

হেলথ

অনুমতি ছাড়া বিদেশি চিকিৎসক দিয়ে সেবা, ইকো এক্সপোকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন ২০২৫, ১২:০৬ পিএম

ঢাকা ফার্টিলিটি এক্সপোর আড়ালে বিনা অনুমতিতে ভারত ও থাইল্যান্ডের চিকিৎসকদের দিয়ে রোগী সেবা দেওয়ার ঘটনায় আয়োজক কর্তৃপক্ষ ইকো এক্সপোকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

শনিবার (২৮ জুন) প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজওয়ানুর রহমান বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। শোকজ নোটিশটিতে সই করেছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান।

জানা গেছে, গত ২৬ জুন এক্সপোতে রোগী দেখার অনুমতি না থাকায় রোগী সেবা বন্ধের নির্দেশ দেন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান। নির্দেশনা না মানায় রাতে মেলা স্থগিতের আদেশ দেওয়া হয়।

গত ২৬ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ঢাকা ফার্টিলিটি এক্সপো শুরু হয়। ২৮ জুন পর্দা নামার কথা ছিল আন্তর্জাতিক এই প্রদর্শনীর। তবে, এক্সপো উদ্বোধনের পরপরই এতে বিদেশি চিকিৎসকদের দিয়ে বাংলাদেশি রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি তাদের দেশের বাইরে চিকিৎসা নিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে।

সিভিল সার্জন দফতরের দেওয়া শোকজ নোটিশে বলা হয়েছে, ঢাকা ফার্টিলিটি এক্সপো ও আন্তর্জাতিক প্রদর্শনীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমতি ব্যতীত বিদেশি চিকিৎসক দিয়ে রোগী দেখা ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিএমডিসির অনুমতি ব্যতীত কেন প্রদর্শনীতে রোগী দেখা ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে, তার সুস্পষ্ট ব্যাখ্যা পত্র জারির তিন কর্মদিবসের মধ্যে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এসএইচ/জেবি