নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৫, ০৮:০৪ পিএম
১২ বছর পর অনুষ্ঠিত হয়েছে বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর ১৭ সদস্যের নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটি পেয়েছে সংগঠনটি। এতে সভাপতি পদে ডা. মোর্শেদ উদ্দীন আকন্দ ও সাধারণ সম্পাদক পদে ডা. আনোয়ারুল ইসলাম বিজয়ী হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৯ মে) নির্বাচন পরিচালনা কমিটি এই ফলাফল ঘোষণা করে।
কমিটির অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি পদে ডা. রোনে সুজন ক্লোদ সরকার ও ডা. জোনায়েদ হাকিম, কোষাধ্যক্ষ পদে আবুল বাশার মো. মহিবউল্লাহ, যুগ্ম-সম্পাদক পদে মো. তৌফিক এলাহি, সাংগঠনিক সম্পাদক পদে ডা. মো. মতিউর রহমান, প্রচার সম্পাদক পদে জেসমিন নূর, সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক পদে ডা. রুবাইয়াৎ হাসান চৌধুরী ও সহকারী সম্পাদক পদে ডা. হাসিনা আলম বিজয়ী হয়েছেন।
এছাড়া নির্বাহী সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ডা. স্যালি সামিয়া খান, খালেদা খাতুন, ডা. ফারিবা রশীদ, ডা. আয়শা নূর, ডা. মো. কায়সার মাহমুদ, ডা. আযলান মনির ও ডা. মুহাম্মদ ইব্রাহিম খলিল।
সংগঠনটির নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, তফসিল অনুযায়ী বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ডা. মোর্শেদ-ডা. আনোয়ার প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে গত ২৮ এপ্রিল তফসিল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। ১৩ ও ১৪ মে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা শেষে ১৯ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. পারভীন আক্তার খানম। কমিটির সদস্য হিসেবে ছিলেন মো. আব্দুল আজিজ ও ডা. মোহাম্মদ পারভেজ রশীদ।
সংগঠনটি জানিয়েছে, প্রায় ৬০০ জন চিকিৎসক ও অফিসার নিয়ে গঠিত বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চিকিৎসাসেবা ও এর মান উন্নয়ন, সংরক্ষণ এবং বারডেম হাসপাতালের প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করে থাকে। দীর্ঘ প্রায় এক যুগ সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আজ পুনরায় যাত্রা শুরু হলো সংগঠনটির।
এসএইচ/এফএ