নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৫, ০৪:৩৯ পিএম
আগামী ২৯ মে’র মধ্যে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান করে প্রজ্ঞাপন ঘোষণা না করা হলে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নার্সিং শিক্ষার্থীরা। আজ শনিবার (২৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা।
নার্সিং কলেজের শিক্ষার্থী জানান, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদী কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। অথচ, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।
তারা আরও জানান, আমরা তিন বছর ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সম্পন্ন করে ছয় মাসের ইন্টার্ন করার পরও আমাদের এইচএসসি সমমান ডিগ্রি দেওয়া হয়। আমরা এটি মানতে পারি না। আমাদের দাবি মেনে নিলেই হচ্ছে। কেনো আমাদের দাবি মেনে নিচ্ছে না? সরকারকে দ্রুতই আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, নার্সিং কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ডিগ্রি সমমান চেয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করে আসছেন। এর আগে শাহবাগে সমাবেশ করে এ দাবি জানিয়েছে তারা।
এএসএল/এফএ