images

হেলথ

৪৮তম বিসিএসে ৪০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক

১৮ মে ২০২৫, ১২:২১ পিএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) আসন্ন ৪৮তম বিসিএসে ৪০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি জানিয়েছেন ডেন্টাল চিকিৎসকরা।

রোববার (১৮ মে) রাজধানীর শাহবাগ মোড়ে ‘বাংলাদেশ ডেন্টাল ঐক্য পরিষদের’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

ডেন্টাল চিকিৎসকরা জানান, বাংলাদেশসহ সারা বিশ্বে স্বীকৃত দন্ত চিকিৎসক হচ্ছেন বিডিএস পাস করা ডেন্টাল সার্জনরা। বর্তমানে বাংলাদেশের সাধারণ জনগণ যথাযথ দন্তসেবা থেকে বঞ্চিত। দেশের ১৮ কোটি জনগণের জন্য মানসম্মত দন্তসেবা নিশ্চিত করতে বিসিএসের মাধ্যমে ডেন্টাল সার্জন নিয়োগের কোনো বিকল্প নেই।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বর্তমানে উচ্চশিক্ষিত বেকারদের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব ভোগ করছেন ডেন্টাল সার্জনরা। ফলে, এই বেকারত্ব নিরসনের পাশাপাশি জনগণের মধ্যে মৌলিক দন্তসেবা পৌঁছে দিতে আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসে ডেন্টাল সার্জনদের জন্য পর্যাপ্ত পোস্ট সংযোজন অত্যাবশ্যক।

ডেন্টাল চিকিৎসকদের অভিযোগ, ‘দুঃখজনকভাবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসচেতনতার কারণে প্রতিবারই বিসিএসে ডেন্টাল সার্জনদের পদ উপেক্ষিত থেকে যাচ্ছে।’

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ডা. জহিরুল ইসলাম, রাশেকীন সিদ্দিক ও ডা. ফাবিহা শারমিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ডা. ইসমাইল হোসেন, ঢাকা ডেন্টাল কলেজের ডা. হাবিবুল্লাহ মারজান ও ডা. লায়েক আহমেদ, স্যাপোরো ডেন্টাল কলেজের ডা. জুই দেওয়ান প্রমুখ।

এসএইচ/এমএইচটি