images

হেলথ

সুন্দর পৃথিবী গড়তে নবজাতকদের সুস্থ রাখার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

১৫ মে ২০২৫, ০৬:২৪ পিএম

আগামী দিনের সুন্দর পৃথিবী গড়তে নবজাতকদের সুস্থ রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বৃস্পতিবার (১৫ মে) বিএমইউ’র বি ব্লকের সামনের ফোয়ারা থেকে গ্লোবাল ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) দিবস  উপলক্ষে র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এবছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘ইন ইউর আর্মস, আই থ্রাইভ (In your Arms, I Thrive)’।

বিএমইউ ভিসি বলেন, নবজাতকদের সুস্থ রাখতে প্রয়োজনীয় জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকে আরও বেশি ভূমিকা রাখতে হবে। গ্লোবাল ক্যাঙ্গারু মাদার কেয়ার দিবস-২০২৫ আয়োজিত নানা আয়োজন বিশ্বব্যাপী অপরিণতসহ সকল নবজাতকদের জীবন রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। এটা বিশ্বব্যাপী গবেষণার মাধ্যমে প্রমাণিত যে, ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতি অপরিণত নবজাতকসহ নবজাতকদের সুস্থতা, জীবন রক্ষা ও মৃত্যুঝুঁকি হ্রাসে বিশেষ অবদান রাখছে।

তিনি আরও বলেন, কেএমসি পদ্ধতি কত সহজ গবেষণা কিন্তু নবজাতকদের জীবন রক্ষায় বিরাট ভূমিকা রাখছে, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তাই জীবন রক্ষায় ক্যাঙ্গারু মাদার কেয়ারের মতো সহজ গবেষণায় মনোযোগ দিন। অর্থাৎ এমন গবেষণায় মনোযোগ বেশি দিতে হবে যা সহজ কিন্তু রোগীদের জীবন রক্ষাসহ মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও রোগ প্রতিরোধে বিরাট ভূমিকা রাখতে পারে।

এসময় বিএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, নবজাতকদের ঝুঁকিপূর্ণ জীবন রক্ষা সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন হতে হবে।

র‌্যালিতে বিএমইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের নবজাতক (নিওনেটোলজি) বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ ও আইসিডিডিআরবির বিজ্ঞানীগণ অংশ নেন।

র‌্যালি শেষে একটি সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে নবজাতকদের যত্ন, স্বাস্থ্য সুরক্ষা ও মুত্যুহার রোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করা একটি শিশুর জীবন রক্ষায় প্রায় বিনামূল্যে পাওয়া একটি সফল চিকিৎসাসেবা হলো কেএমসি পদ্ধতি। প্রাণীদের মধ্যে ক্যাঙ্গারু যেভাবে তার জন্ম নেওয়া অপরিণত বাচ্চাকে তার বুকের থলের ভেতরে আগলে রেখে মাতৃদেহের ওমে বড় করে তোলে; সেই কৌশলকে অনুসরণ করে এই পদ্ধতি চালু হয়। এই পদ্ধতিতে জন্মের পর নবজাতককে মায়ের কাছে রেখে বিশেষ করে মায়ের ত্বকের সাথে নবজাতকের ত্বক মিশিয়ে নবজাতকের যত্ন নেওয়া হয়।

এসএইচ/এফএ