নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পিএম
ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ‘ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস)’। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. তোফিক আহমেদ মিশু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাদিম হোসাইন।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ঢামেক হাসপাতাল প্রাঙ্গণে। মোট ২২২ জন ভোটারের মধ্যে ২০৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা নির্বাচনটিকে প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে।
নবনির্বাচিত ছয় সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি ডা. ফাইজাহ বিনতে ফরিদ, সহ-সাধারণ সম্পাদক ডা. গুলজার হোসেন, কোষাধ্যক্ষ ডা. সাইবুন নিসা রউফ এবং সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম।
নির্বাচন অনুষ্ঠিত হয় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামানের সরাসরি তত্ত্বাবধানে। এছাড়াও নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ, ফজলে রাব্বি হলের প্রভোস্ট অধ্যাপক ডা. এ এইচ এম মোস্তফা কামাল, সহকারী প্রভোস্ট ডা. শহিদুল ইসলাম আকন ও ডা. আহসান হাবিব, ইন্টার্ন চিকিৎসকদের কো-অর্ডিনেটর ডা. আহমেদ সামি আল হাসান এবং আলিম চৌধুরী হলের প্রভোস্ট অধ্যাপক ডা. আফিয়া শাহনাজ।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ছয়জন নির্বাচন কমিশনার, যারা হলেন—ডা. খালিদ ফারুক, ডা. সামিরা জামান সায়কা, ডা. মো. এহতেশামুল হক প্রিন্স, ডা. তাহমিনা দিনা, ডা. আবিদ ভুঁইয়া শ্রাবন ও ডা. মুশফিকা বিনতে আমিন।
উল্লেখ্য, ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে ‘ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস)’ গঠন করেন। এ বছরের নির্বাচন সেই ধারাবাহিকতারই অংশ, যা ইন্টার্ন চিকিৎসকদের মধ্যকার গণতান্ত্রিক চর্চার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এসএইচ/এইউ