images

হেলথ

জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় ঈদে নিটোরের বিশেষ টিম

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ ২০২৫, ০১:৩৭ পিএম

images

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) একটি বিশেষ টিম গঠন করেছে।

শুক্রবার (২৯ মার্চ) প্রতিষ্ঠানটির পরিচালক ডা. আবুল কেনান ঢাকা মেইলকে জানান, আন্দোলনে আহত ১১০ জন রোগী বর্তমানে নিটোরে ভর্তি আছেন। তাদের চিকিৎসা সেবা নিশ্চিতে ঈদে ৫০ জন চিকিৎসক রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

ডা. কেনান বলেন, আন্দোলনে আহতদের মধ্যে বেশ কিছু রোগী হাত বা পা হারিয়েছেন, এবং তাদের চিকিৎসা চলছে। ঈদের ছুটিতে যাতে তাদের সেবায় কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিটোরের চিকিৎসকরা ঈদে নিয়মিত কাজ করছেন, যাতে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া যায় এবং তাদের পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকে।

এসএইচ/এইউ