images

হেলথ

বাংলাদেশে থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

images

ওষুধ শিল্পে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে উল্লেখ করে ওষুধ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এ কথা জানান।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য উপদেষ্টার অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তারা প্রায় এক ঘণ্টা দুই দেশের সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেন।

সাক্ষাৎকালে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম দুই দেশের স্বাস্থ্যসেবা, বাণিজ্যসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।

হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, বাংলাদেশ ওষুধ শিল্পে বেশ ভালো অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী।  

এ সময় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ মারুফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এমএইচ/এএস