images

হেলথ

মিথ্যা মামলার প্রতিবাদে ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ পিএম

খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালের (বিএনএসবি) সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. ফরহাত হোসেনের মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মিরপুরে প্রতিষ্ঠানটির সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকালে বক্তারা বলেন, দুর্নীতির দায়ে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালের (বিএনএসবি) সদ্য সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. ফরহাত হোসেন পদত্যাগ করলেও ষড়যন্ত্র থেকে থেমে থাকেনি। পদ থেকে পদত্যাগ করার পর প্রতিষ্ঠানটির ২৯ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন খন্দকার মাহাবুব হোসেন'র দ্বিতীয় স্ত্রী ড. ফরহাত হোসেন।

বক্তারা বলেন, বরাবরের মতো হামলা করে দখল ও লুটপাট চালাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিনের সাহায্য নেন ড. ফরহাদ। 

তাদের অভিযোগ, হয়রানির ও খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল (বিএনএসবি) ভেঙে বহুতল বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন যোগসাজশে প্রতিষ্ঠানটির ২৯ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন ড. ফরহাত হোসেন।

বিক্ষোভ সমাবেশে হাসপাতালটির পরিচালক খন্দকার মহিদুল ইসলাম বলেন, এই হাসপাতাল আমার সন্তানের সমান। ফরহাত হোসেন পতিত ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের সঙ্গে নিয়ে যদি এই হাসপাতাল ভাঙ্গার কোনও রকম দুরভিসন্ধি করে তবে হাসপাতালের সকল স্টাফ মিলে তাকে দাঁতভাঙ্গা জবাব দেবে।

খন্দকার মাহবুব হোসেন স্যারের স্মৃতি রক্ষার্থে এই হাসপাতালের কোনও রকম ক্ষতি করতে দেবেন না সাফ জানিয়ে দেন খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ।

এর আগে, খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল (বিএনএসবি) ভেঙে বহুতল বাণিজ্যিক ভবন করার চেষ্টা করেন প্রতিষ্ঠানটির সদ্য পদত্যাগকৃত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. ফরহাত হোসেন। বিষয়টি টের পেয়ে প্রতিবাদ করেন প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর গত ৩০ নভেম্বর বোর্ড মিটিং চলাকালীন প্রতিবাদের মুখে পদত্যাগ করেন ড. ফরহাত হোসেন।

বিইউ/এমএইচটি