images

হেলথ

স্বাস্থ্যের পরিচালক হলেন শান্তি সমাবেশের নেতৃত্ব দেওয়া ডা. ফজলে রাব্বি

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ পিএম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্বৈরাচারের ও ছাত্র নিপীড়িনের পক্ষে অবস্থান নেওয়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বিকে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। একইসঙ্গে আরও ছয় চিকিৎসককে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির তথ্য জানা গেছে।

চিকিৎসকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ৩ আগস্ট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন হাসপাতালটির পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি।

তবে পদ বাঁচাতেই তিনি শান্তি সমাবেশে গিয়েছিলেন বলে দাবি এই চিকিৎসকের। তিনি বলেন, আমার অতীতে এমন কোনো কার্যকলাপ নেই, ছাত্রদের কাজে বাঁধা দেওয়া বা হুমকি-ধমকি দেওয়া এমন কিছুও করিনি। পদের কারণে যেতে হয়েছে। ছাত্র বা ছাত্রজনতার আমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ছিল না। সব সময় নিরপেক্ষভাবে কাজ করেছি।

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব নেতারাও শান্তি সমাবেশে ছিলেন দাবি করে তিনি বলেন, পদের কারণে ড্যাবের চিকিৎসকরাও শান্তি সমাবেশে গিয়েছিল। কুমিল্লা মেডিকেলের উপ-পরিচালকসহ আরও কয়েকজন একই কারণে গিয়েছিলেন বলেও জানান তিনি। 

এ সময় শান্তি সমাবেশে উপস্থিত থাকার জন্য তিনি অনুতপ্ত বলেও জানান। 

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধিদফতরের উপপরিচালক (পার-১) ডা. মো. মাসুদ পারভেজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে পাঠানো হয়েছে। অধিদফতরের সহকারী পরিচালক হিসেবে ওএসডি থাকা ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীকে উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

একই প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর-রশীদকে রংপুর বিভাগের বিভাগীয় পরিচারক (স্বাস্থ্য), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. অং সুই প্রু মারমাকে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া সিবিএইচসির প্রোগ্রাম ম্যানেজার (প্রকিউরমেন্ট এন্ড লজিস্টিকস) ডা. মো. ফারুক হোসেনকে ওএসডি করে ময়মনসিংহ আইএইচটিতে এবং স্বাস্থ্য অধিদফতরে ওএসডি থাকা ডা. মাহবুব আরেফীন রেজানুরকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আইএইচটিতে সংযুক্ত করা হয়েছে।

এমএইচ/এএস