images

হেলথ

বিএসএমএমইউতে বিনামূল্যে ৩৫০ শিশু হৃদরোগীর সার্জারি

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৪২ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ৩৫০ জনের অধিক শিশুর সার্জারি বিনামূল্যে সম্পন্ন করা হয়েছে। এছাড়া আরও ৭০০ শিশু সার্জারির অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন (আইএনএম) অডিটোরিয়ামে শিশু হৃদরোগ, শিশু হৃদরোগ সার্জারির সর্বশেষ অগ্রগতি ও চিকিৎসাসেবা নিয়ে আয়োজিত সেমিনারে এ তথ্য জানানো হয়।

সেমিনারে জানানো হয়, জন্মগত শিশু হৃদরোগীদের বিনামূল্যে অপারেশন ৩৫০ জনের অধিক শিশু হৃদরোগীর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। জন্মগত হৃদরোগে আক্রান্ত আরও ৭০০ শিশুর অপারেশনের জন্য অপেক্ষা রয়েছে। তাদের অপারেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সেমিনারে প্রধান অতিথির বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু হৃদরোগীদের সবধরনের চিকিৎসাসেবা বিদ্যমান রয়েছে। এই সেবা কার্যক্রম আরও জোরদার করা হবে। এফ ব্লকে ১০ বেডের আইসিইউসহ ৫০টি বেড নিয়ে শিশু হৃদরোগীদের জন্য সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত চিকিৎসা ব্যবস্থা চালু করা হবে।

ভিসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের প্রতি অত্যন্ত মানবিক। তিনি বিএসএমএমইউর প্রতিও অত্যন্ত আন্তরিক। পেডিয়াট্রিক কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগ প্রতিষ্ঠা ও উন্নয়নে প্রধানমন্ত্রী অসামান্য অবদান রয়েছে। তার সহায়তায় এই বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ চিকিৎসাসেবা সর্বাধুনিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন আর শিশুসহ হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান, শিশু হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলাম, শিশু হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাখাওয়াত আলম, কার্ডিয়াক সার্জারি ইউনিটের সহকারী ডা. মোহাম্মদ আতা উল্যাহ বিপ্লব, কার্ডিয়াক সার্জারি বিভাগের এ্যানেসথিয়োলজির সহকারী অধ্যাপক ডা.  রজত শুভ্রা দাস প্রমুখ।

এমএইচ/জেবি