নিজস্ব প্রতিবেদক
০৭ ডিসেম্বর ২০২৩, ০২:১৮ পিএম
ঠোঁট ও তালু কাটা রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্প করবে আলোক হেলথকেয়ার লিমিটেড। আগামী ১১ ও ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিরপুর-৬ নম্বরে অবস্থিত আলোক হেলথ কেয়ার হাসপাতালে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ঠোঁট ও তালু কাটা রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন সেবা দেবে আলোক হেলথকেয়ার লিমিটেড। আগ্রহীদের চিকিৎসা সেবা পেতে (০১৩২২৮৯৬৯০৭) নম্বরে ফোন করে নিবন্ধন করতে হবে। আগামী ১১ ও ১২ ডিসেম্বর সরাসরি সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিরপুর-৬ নম্বরে অবস্থিত আলোক হেলথকেয়ার হাসপাতালে এ সেবা দেওয়া হবে।
ক্যাম্পটি পরিচালনা করবেন— শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মুহাম্মদ কামরুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের অধ্যাপক ডা. হাসিনা বেগম ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. এ এম জিয়াউল হক।
এমএইচ/এমএইচএম