images

হেলথ

অক্টোবরে কলেরার টিকার দ্বিতীয় ডোজ পাবে চট্টগ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৬ পিএম

চট্টগ্রামের বন্দরটিলা ও দক্ষিণ হালিশহরে চলমান কলেরার টিকার দ্বিতীয় ডোজ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর আগে গত ১৭ সেপ্টেম্বর থেকে টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। এই কার্যক্রম আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

বুধবার (২০ সেপ্টেম্বর) অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে কলেরা টিকার দ্বিতীয় ডোজ প্রদান করার পরিকল্পনা করা হয়েছে। কমপক্ষে ১৪ দিন অন্তর প্রদেয় এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ও নিরাপদ। দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, গ্যাভি-এর আর্থিক সহায়তায় কলেরা টিকাদান উদ্যোগ পরিচালিত হচ্ছে। চলমান এ টিকা কার্যক্রমের আওতায় মোট ১ লাখ ৩৫ হাজার মানুষ কলেরার টিকার আওতায় আসবেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের দুইটি ওয়ার্ডের মোট ৪৫টি কেন্দ্রের মাধ্যমে এ টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম সিটি করপোরেশন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আইসিডিডিআর,বি-র বাস্তবায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের বন্দর থানার অধীনে ৩৮ এবং ৩৯ নম্বর ওয়ার্ডে (বন্দর টিলা ও দক্ষিণ হালিশহর) বসবাসকারীদের জন্য কলেরার টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট-এ চট্টগ্রামের মেয়র মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বন্দর টিলা ও দক্ষিণ হালিশহর এলাকায় প্রথম বারের মতো শুরু হওয়া কলেরা টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সিডিসি পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, আইসিডিডিআরবির ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. ফিরদৌসী কাদরী প্রমুখ।

এমএইচ/এএস