images

হেলথ

ডেঙ্গুতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে কেন?

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই ২০২৩, ০৯:০১ এএম

দেশের সব জেলাতেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু ও ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা। এটি এখন ভয়াবহ রূপ নিচ্ছে। ডেঙ্গুতে যেকোনো মানুষই আক্রান্ত হতে পারে। তবে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।

কেন শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে— এ প্রশ্নের জবাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ কবিরুল বাশার একটি গণমাধ্যমকে বলেন, কয়েকটা কারণ আছে। যেমন শিশুদের ত্বক নরম। মশা খুব সহজেই কামড়াতে পারে।

কবিরুল বাশার বলেন, বড়দের মতো মশার কামড় থেকে নিজেদের রক্ষা করতে পারে না শিশুরা। শিশুরা বলতে পারে না। শিশুরা যখন ঘুমিয়ে থাকে তখন মশা কামড়াতে পারে।

child

তিন আরও বলেন, এছাড়া আমাদের বাচ্চারা যখন দিনে ঘুমায় তখন আমরা মশারি টানাতে অভ্যস্ত না। এসব কারণে শিশুদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি।এছাড়া এখন দিন-রাত সবসময়ই কামড়ায় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা।

এ বিষয়ে কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, এর পেছনে অনেক কারণ রয়েছে। কারণগুলো বিশ্লেষণ করে দেখেছি— বিশ্বব্যাপী আলোর দূষণ হচ্ছে, আলোর ব্যবহার বেড়েছে। রাতে এখন প্রচুর আলো ব্যবহার হয়। আলোর ব্যবহার ও আলোর দূষণের কারণে মশার চরিত্র পরিবর্তন হয়েছে। এখন দিনে বা রাতে— সবসময়ই এডিস মশা কামড়ায়।

এই কীটতত্ত্ববিদ বলেন, আরেকটা বিষয় হলো— আমরা একসময় বলতাম যে পরিষ্কার পানিতে এডিস মশা হয়। আসলে এই ব্যাপারটিও সত্যি না। পরিষ্কার পানিতেই শুধুমাত্র এডিস মশা হয় এমন না, যেকোনো পানিতেই এডিস মশা হয়। আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করেছি, আমরা দেখেছি যে সুয়ারেজের পানি, ড্রেনের পানি এমনকি নোনা পানিতেও এডিস মশা তার জীবনচক্র সফলভাবে সম্পন্ন করতে পারে। এডিস মশা যেকোনো পরিবেশে খাপ খাইয়ে টিকে থাকতে পারে।